নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাংলার গান

০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

বাংলার গান
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

বাংলা মোদের মাতৃভাষা সবে
মোরা বাংলায় কথা বলি,
বাংলার মেঠো পথ ধরে মোরা
বাংলা গান গেয়ে পথ চলি।

বাংলার গাছে মৌমাছি নাচে,
নিত্য রচে যায় মৌচাক,
সকাল সাঁঝে মন্দির মাঝে
নিত্য বেজে ওঠে ঢাক।

বাংলার মাঠে লাঙল চালায়
গ্রাম বাংলার চাষীর দল,
বাংলার গাছে ফল ধরে আর
মাঠে ফলে সোনার ফসল।

বাংলার জলে পরিপুষ্ট যেমন
এপার বাংলায় গঙ্গাযমুনা,
তেমনি বর্ষার জলে ফুলে ওঠে
ওপার বাংলায় পদ্মামেঘনা।

এপার বাংলা ওপার বাংলা মোরা
দুই বাংলাকেই ভালবাসি,
বাংলার সুখে, মুখে হাসি মোদের
দুঃখে আঁখিজলে ভাসি।


বাংলার গাঁয়ে আঁধার নামে
দিনের শেষে সাঁঝের বেলা,
প্রতিদিন প্রভাতে সুর্য ওঠে
চলে চিরদিন একই খেলা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.