নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মোর গাঁয়ের সীমানায়

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭

মোর গাঁয়ের সীমানায়
- লক্ষ্মণ ভাণ্ডারী


রাঙা মাটির পথ চলেছে
মোর গাঁয়ের সীমানায়,
পূবের মাঠে সূর্যি ওঠে
অজয় নদীর কিনারায়।

ঘাটের মাঝি নৌকা চালায়,
অজয় নদীর জলে,
দাঁড় টানে মাঝি বৈঠা বায়,
নৌকা ভেসে চলে।

মোর গাঁয়ের সবুজ ডাঙায়
গরু বাছুর বেড়ায় চরে,
গাঁয়ের রাখাল বাজায় বাঁশি
মোর চিত্ত ওঠে ভরে।

গাঁয়ের বধূরা কলসী কাঁখে
নিতে আসে রোজ জল,
দিঘির ঘাটে রোজই ফোটে
শত শত নীল কমল।

গাঁয়ের শেষে পথের বাঁকে
আসে বক ঝাঁকে ঝাঁকে,
আম কাঁঠালের বনে বনে
সারাদিন কোকিল ডাকে।

ভর দুপুরে আদুল গাঁয়ে
ক্লান্ত পথিক পথে হাঁটে,
পাড়ার ছেলে দিঘির ঘাটে,
রোজ জলে সাঁতার কাটে।

পড়ে আসে বেলা যেই
গাঁয়ে নামে সাঁঝের আঁধার,
নির্জন গাঁয়ে আঁধার রাতে
শেয়াল ডাকে বার বার।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭

সিগনেচার নসিব বলেছেন:
বাহ ! চমৎকার ++++

২| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৯

বিলিয়ার রহমান বলেছেন: ভর দুপুরে আদুল গাঁয়ে
ক্লান্ত পথিক পথে হাঁটে,
পাড়ার ছেলে দিঘির ঘাটে,
রোজ জলে সাঁতার কাটে।


অসাধার ছন্দ কবি।ভালো থাকবেন।

৩| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৯

গায়েন রইসউদ্দিন বলেছেন: আপনার ভাবনায় কবিতার খুব সহজ-সরল রূপ ফুটে উঠেছে। আরও লিখুন। কবিতা না লিখে শুধু গ্রামের কথা সহজ ভাষায়,নিজের কথার মত লিখুন-- তাতে আরও বেশি ভাল লাগবে মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.