নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

দেশ আমার মাটি আমার

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০

দেশ আমার মাটি আমার
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি

দেশ আমার মাটি আমার এই ভারত মহান দেশ,
মাটিতে ফলে সোনার ফসল দেখতে লাগে বেশ।
প্রভাত হাওয়া ঢেউ খেলে যায় সবুজ ধানখেতে,
ফুলের গন্ধে চিত্ত ভরে, মোর পরাণ ওঠে মেতে।

সকাল হলে সূর্য্যি ওঠে পাখি ডাকে গাছে গাছে,
লেজটি তুলে ফিঙে শালিক তরুর শাখায় নাচে।
দেশ আমার মাটি আমার, মানুষ আমার আপন,
দিঘিতে ফোটে সোনার কমল খুশিতে ভরে মন।

দেশ আমার মাটি আমার, দেশের মাটি আমার মা,
দেশের মাটি স্বর্গ আমার, আমার জীবন সাধনা।
এ দেশ আমার জন্মভূমি, আমার জননী বঙ্গভূমি,
গোঠের রাখাল বাজায় বাঁশি কান পেতে সুর শুনি।

দেশের মাটিতে বিদেশীরা এসে করে স্বাধীনতা হরণ,
দেশ ও জাতির মুক্তির শপথ করব সংগ্রাম আমরণ।
দেশ আমার মাটি আমার, আমার এই দেশের মাটি,
দেশের মাটিতে বিদেশীরা এসে গেড়েছে হেথা ঘাঁটি।










































































মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৪

সিগনেচার নসিব বলেছেন: অশেষ ধন্যবাদ কবি
কবিতায় ভাল লাগা ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.