নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের ছায়া মাটির মায়া

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩১


গাঁয়ের ছায়া মাটির মায়া
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি

গাঁয়ের ছায়া
মাটির মায়া,
এ গাঁয়ে আছে ভালবাসা,

আমার গাঁয়ে
আদুল গায়ে
মাঠে চলে গাঁয়ের চাষা।

পথের ধারে
পগার পারে
গোরু বাছুর দাঁড়িয়ে থাকে,

আকাশ জুড়ে,
পাখিরা উড়ে,
আম গাছে কোকিল ডাকে।

পথের বাঁকে
ঘুঘুরা ডাকে,
চিল উড়ে আকাশের গায়ে

গরুর গাড়ি
চলেছে সারি
গায়ের পথে ধূলো উড়ায়ে।

পাড়ার ছেলে
দিঘির জলে
তেল মেখে রোজ চান করে,

গামছা পরে
ভর দুপুরে,
সবাই আসে ফিরে ঘরে।

নদীর থেকে
কলসী কাঁখে
জল আনে ঐ গাঁয়ের বধূ,

গগন তলে
আগুন জ্বলে
পূবের মাঠ করছে ধূ ধূ

বিকেল বেলা
করছে খেলা
খেলার মাঠে পাড়ার ছেলে,

পাখিরা ফেরে
আপন নীড়ে,
সূর্য পড়ে ঢলে অস্তাচলে।

আঁধার রাতে
গাঁয়ের পথে
জোনাকিরা উড়ে বেড়ায়।

পথের বাঁকে
শেয়াল ডাকে,
রাত কাটে ভোর হয়ে যায়।



























































মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

পবন সরকার বলেছেন: চমৎকার তবে শেষে এত গ্যাপ হলো কিভাবে

২| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

ফারহানা তাবাসসুম বলেছেন: সুন্দর

৩| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.