নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাংলার গাছে সবুজ ছায়ায়

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১১

বাংলার গাছে সবুজ ছায়ায়
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি

আকাশ জুড়ে আলোর খেলা
চির সুন্দর মোদের বসুন্ধরা,
বাংলার গাছে সবুজ ছায়ায়
সুন্দর ফুল আর ফলে ভরা।

বাংলার গাছে পাখিরা নাচে
দিঘিতে সুন্দর কমল ফোটে।
বাংলার গান গেয়ে চাষীভাই
লাঙল চালায় গোঠে গোঠে।

গোঠের রাখাল বাজায় বাঁশি
কান পেতে শুনি মধুর সুর,
পান্থ গাহে মিঠে সুরে গান
চলে পথে দূর হতে বহুদূর।


বাংলার মাটিতে সবুজ ছায়ায়
বেড়ে ওঠে নরম দূর্বা ঘাস,
প্রাণশীতল করা বহে সমীরণ
মোদের বাংলায় বারো মাস।

বাংলার বাউল একতারা নিয়ে
মনের একতারায় সুর বাঁধে।
আঙিনায় বসে দুঃখিনী মা যে
মাটির হাঁড়িতে ভাত রাঁধে।

বাংলার গাছে পাখিরা নাচে
খসে পড়ে পাতা ঝরে ঝরে,
নদীর কলতানে বিরহ গীতি
সদা ব্যথা দেয় মম অন্তরে।









































































মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.