নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ফুল ফোটে বনে বনে

২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

ফুল ফোটে বনে বনে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

ফুল ফোটে বনে বনে,
দোলা দেয় সমীরণে।
প্রভাত পাখির গান,
প্রাণ করে আনচান।

প্রভাত পাখিরা ডাকে,
বসিয়া তরুর শাখে।
আঙিনায় রোদ হাসে,
শিশির ঝরানো ঘাসে।

পাঠশালে শিশু গণ,
নিজ পাঠে দেয় মন
পূব গগনে সূর্য ওঠে
বনে বনে ফুল ফোটে


দিঘিতে ফোটে কমল,
ধেয়ে আসে অলি দল।
আম কাঁঠালের শাখে,
প্রভাতে কোকিল ডাকে।


সবুজের অভিযান,
বিহগের কলতান।
কচি কচি ধানগাছে,
খেতমাঠ ভরে আছে।


নদীমাঝে নৌকা ভাসে
সাদা বক উড়ে আসে।
সন্ধ্যায় নামে আঁধার,
মোর গাঁয়ে চারিধার।





























































































মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: খুব সুন্দর গ্রামীন কবিতা, কবিকে শুভেচ্ছা

২| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.