নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি পড়ে সকাল হতে

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৮



বৃষ্টি পড়ে সকাল হতে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

সারা আকাশ মেঘে ঢাকা
বৃষ্টি পড়ে জোরে,
সকাল হতে সারা দুপুর
ঝরিছে অঝোরে।

কালোমেঘ ছেয়েছে আকাশ
বিদ্যুত চমকায়,
অম্বরে অম্বরে গুরু গম্ভীর
গর্জন শোনা যায়।

মাঠ ঘাট জলে ভরা
ভরা নদী প্রবল বান,
নদী বাঁধ ভেঙে গেছে
জলে ভাসে বহু গ্রাম।

ওপারেতে বৃষ্টি নামে
জল ঢুকছে গাঁয়ে,
ভেঙে গেছে আটচালা
গ্রাম সড়কের বাঁয়ে।

নদীর তীরে বটের গাছে
নানা পাখির বাসা,
বানে ভাসে পাখির বাসা,
দুঃখের সর্বনাশা।

নদীতে হলো নৌকাডুবি
হায়রে পোড়া কপাল,
ছিঁড়েছে পাল নাইকো মাঝি
আজ কে ধরিবে হাল?

গাঁয়ের পথে জল জমেছে
জমছে জল আঙিনায়।
সকাল হতে সারা দুপুর
বৃষ্টি ঝরে অঝোরধারায়।





















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.