নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

প্রভাত হলো

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০



প্রভাত হলো
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

প্রভাত হলো
পাখিরা ডাকে,
প্রভাতী হাওয়া
বইতে থাকে।

পূব গগনে
উঠলো রবি,
কমল কলি
ফুটলো সবই।

ফুল ফুটেছে
ফুলের গাছে,
খুশিতে তাই
ভ্রমর নাচে।

আমের শাখে
কোকিল ডাকে,
ষাঁড় ছুটছে
পথের বাঁকে।

শালুক ফোটে
দিঘির জলে,
গাঁয়ের পথে
মরাল চলে।

চণ্ডীতলার
আটচালায়,
শিশুরা পড়ে
পাঠশালায়।

রাখাল ছেলে
মাঠে চলে,
বাজায় বাঁশি
গাছের তলে।

গাঁয়ের চাষী
লাঙল চালায়,
মাঠে সোনার
ফসল ফলায়।

নদীর কূলে
কাশের বন,
সোনালি রোদে
জুড়ায় মন।

পূজোর সানাই
বাজবে এবার,
খুশিতে মন
নাচে সবার।




















মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

অাহসান খান বলেছেন: সুন্দর সুন্দর

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

ইকরাম উল হক বলেছেন:




দারুন ছন্দ





সত্যি অনেক ভালো লেগেছে






তিনবার পড়েছি

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪১

বিলিয়ার রহমান বলেছেন: মৎকার ছন্দবদ্ধ কবিতা।

ভালোলাগা ++

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

বিলিয়ার রহমান বলেছেন: টাইপোর জন্য দুঃখিত ।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর,


ভালোলাগে

ভালোলেগেছে

শুভকামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.