নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

শুনি বসে গান মায়ের আগমনী

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১২



শুনি বসে গান মায়ের আগমনী
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

গাঁয়ের পথে লাল ধূলো ওড়ে
গাঁয়ের ডাঙায় গোরুবাছুর চরে।
গাঁয়ের পথে শিশির ঝরা ঘাসে,
সকালের সোনালী রোদ হাসে।

গাঁয়ের পথে মরাল মরালী চলে,
সাঁতার দেয় দিঘির কালো জলে,
দিঘির জলে শালুক পদ্ম ফোটে,
দূরে কোথাও ঢাকের শব্দ ওঠে।

নদীর কূলে কাশ ফুলের বনে,
সাদা মেঘ ভাসে গগনে গগনে।
খেয়াঘাটে যাত্রীদের হাঁক ডাক,
আসে উড়ে শালিক পাখির ঝাঁক।

রাখালছেলে বসে গাছের ছায়ায়,
সবুজ মাঠে গোরু ও মোষ চরায়,
বাঁশি বাজায় কোমল মধুর স্বরে,
বাঁশির সুরে পরাণ পাগল করে।

শানবাঁধানো কাজলাদিঘির ঘাটে,
ছেলেরা রোজ দেখি সাঁতার কাটে।
কলসী কাঁখে শীতল তরুর ছায়,
গাঁয়ের বধূ জল নিয়ে ঘরে যায়।

সাঁঝের বেলায় প্রদীপ জ্বলে ঘরে,
সন্ধ্যায় আরতি শুরু হয় মন্দিরে।
ঢাকঢোল বাজে শুনি শংখ ধ্বনি,
শুনি বসে গান মায়ের আগমনী।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

ওয়াহিদুল ইসলাম হারুন বলেছেন: khub valo laglo

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

বিজন রয় বলেছেন: চমৎকার।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.