নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ে পথের বাঁয়ে

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৫



আমার গাঁয়ে পথের বাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে গাছের ছায়ে
কত পাখি বাঁধে বাসা,
আমার গাঁয়ে পথের বাঁয়ে
ঘাস কাটে গাঁয়ের চাষা।

সবুজ ধানের খেতের আলে
শিশির বিন্দু পড়ে ঝরে,
গাঁয়ের ডাঙায় গরু মোষ আর
ছাগলভেড়া বেড়ায় চরে।

বাঞ্ছারামের বেড়ার ধারে
কাকেরা বসেছে ডালে,
ময়না চড়ুই বেড়ায় ঘুরে
রান্না ঘরের উঁচু চালে।

গাঁয়ের বধূরা কলসী কাঁখে
নিয়ে যায় ঘরে জল,
পথের বাঁকে কুকুরগুলো
করে কত কোলাহল।

আখের খেতে টিয়াপাখিরা
দল বেঁধে খেলা করে,
তালদিঘিতে মাছরাঙা এসে
ছোট পুঁটি মাছ ধরে।

সকালে বিকালে গরুগাড়ি চলে
গাঁয়ে রাঙা রাস্তার ধারে,
দিবসের শেষে সূর্য অস্ত যায়
দিগন্তে ঐ পশ্চিম পারে।

সাঁঝের আকাশে চাঁদতারা হাসে
নীল আকাশের গায়ে,
নির্জন রাতে শেয়ালেরা ডাকে
গাজন তলার বাঁয়ে।


















মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ, ঠিক আমি যেমনটা ভালোবাসি সেই রকম সুন্দর সবুজ শ্যমল গাঁয়ের প্রতিচ্ছবি যেন আপনার কবিতায় ফুটে উঠেছে.......স্যালুট আপনাকে।

২| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.