নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আকাশের কোনে চাঁদ উঠেছে

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮



আকাশের কোনে চাঁদ উঠেছে
লক্ষ্মণ ভাণ্ডারী

আকাশের কোনে চাঁদ উঠেছে
তারা ফোটে আকাশেতে,
জোছনার রাশি ঝরে পড়ে হাসি
কচি সবুজ ধানের খেতে।

জোছনা ঝরে সরু বালির চরে
দূরে অজয় নদীর ঘাটে,
জোছনা ঝরিছে গাছের পাতায়
গাঁয়ের চাঁপা ডাঙার মাঠে।

হরি মন্দিরে কীর্তনের সুরে
অবিরত চলে হরিনাম,
মাঝপাড়াতে মাইক বাজিয়ে
শুরু হয় যাত্রার গান।

সুনীল আকাশে চাঁদ তারা হাসে
দেখি ফুটফুটে জোছনায়,
খোকা শুয়ে আছে জননীর পাশে
সাদা ধবধবে বিছানায়।

চাঁদ ডুবে যায় জোছনা লুকায়
তারারা মিটিমিটি চায়,
পূর্ব গগনে ফুটে ভোরের আলো
নতুন সকাল হয়ে যায়।

















মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

অরুনি মায়া অনু বলেছেন: বাহ সুন্দর চাঁদ কথামালা | ভাল লাগল |

২| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: গ্রামীন কথামালাগুলোতে ভালোলাগা জানিয়ে গেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.