নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

কার্তিকের ধানের খেতে

১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮



কার্তিকের ধানের খেতে
লক্ষ্মণ ভাণ্ডারী

কার্তিকের ধানের খেতে ভোরে হিমেল হাওয়া,
সবুজ তরুর শাখে শাখে পাখিদের গান গাওয়া।
খেতের আলে ফিঙে নাচে দেখতে ভালো লাগে,
উথলে ওঠে খুশির জোয়ার চিত্তে পুলক জাগে।

কার্তিকের ঐ ধানের খেতে উপচে পড়ে হাসি,
মাথায় বোঝাই ধানের আঁটি যাচ্ছে গাঁয়ের চাষী।
কার্তিকের ঐ ধানের খেতে সোনার ধান পাকে,
উত্তরে বয় হিমেল হাওয়া অজয় নদের বাঁকে।

শিশির ধোওয়া ঘাসের উপর সোনালি রোদ ঝরে,
বাউরী পাড়ায় মুরগীরা ডাকে পরাণ পাগল করে।
দিনশেষে পড়ে বেলা সূর্য ডোবে নদীর কিনারায়,
সাঁঝের আঁধার আসে নেমে প্রদীপ জ্বলে সন্ধ্যায়।

আকাশ জুড়ে তারা ফোটে, চাঁদ ওঠে আকাশে,
ধীরে ধীরে রাত কেটে যায়, সকাল হয়ে আসে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

আহমেদ জী এস বলেছেন: লক্ষণ ভান্ডারী ,




ধানের খেতের মতোই সতেজ-সবুজ কবিতাটি ।

২| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: এই তো আমার বাংলার কবিতা, কবিতায় ভালোলাগা আর কবিকে শুভেচ্ছা

৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.