নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

পথের দুধারে ধান খেত

২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৯



পথের দুধারে ধান খেত
লক্ষ্মণ ভাণ্ডারী

পথের দুধারে ধানখেত আর তাল খেজুরের সারি,
রাঙাধূলো উড়িয়ে পথে সারাদিন চলে গরুর গাড়ি।
দূরে ওই আকাশপারে শুনি আমি শঙ্খ চিলের ডাক,
অজয়নদের পথের বাঁকে উড়ে বন শালিকের ঝাঁক।

বনের টিয়া লুকায় এসে সবুজ ধান খেতের আলে,
বীর হনুমান বসে থাকে ঐ উঁচু গাছের লম্বা ডালে।
ময়না শালিক ঝগড়া করে বট অশ্বত্থ তরুর শাখে,
পথের দুধারে বাঁশের ঝোপে মুরগীরা রোজ ডাকে।

দিঘির জলে মরাল-মরালী ভাসে সাঁতার কাটে খুব,
পানকৌডি ঊড়ে এসে হেথা দিঘির জলে দেয় ডুব।
গাঁয়ের বধূরা কলসী কাঁখে জল নিতে আসে ঘাটে,
মাঠে মাঠে সোনার ফসল ফলে সোনা ডাঙার মাঠে।

দিবসের শেষে সূর্য অস্ত যায় নামে সাঁঝের আঁধার,
রাতের বেলা চাঁদের আলোয় আলোকিত চারিধার।



































মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.