নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মাটির ঘরে শান্তির ঠিকানা

২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৪



মাটির ঘরে শান্তির ঠিকানা
লক্ষ্মণ ভাণ্ডারী

মাটির ঘরে শান্তির ঠিকানা বাঁধে প্রীতির বাসা,
মাটির ঘর স্বর্গের সমান মনে জাগে নব আশা।
মাটির ঘরে স্বর্গসুখ এমন সুখ কোথা গেলে পাই?
প্রীতিপ্রেমের পূণ্যবাঁধনে মিলেমিশে থাকি সবাই।

মাটির ঘরে শান্তির ঠিকানা কাক বসে খড়ো চালে,
দোয়েল ফিঙে নেচে বেড়ায় গাছের ডালে ডালে।
সুশীতল বাতাস বয় বিহগেরা সব করে কলতান,
রাখালিয়া সুরে বাজে বাঁশি ভরে ওঠে মনও প্রাণ।

মাটির ঘরে শান্তির ঠিকানা উঠোন ভরা সবুজ ঘাস,
ঘরে আছে মাটির ভালবাসা সুখে থাকি বারোমাস।
মাটির ঘরে মাটির প্রদীপ জ্বলে ওঠে প্রতি সন্ধ্যায়,
মন্দিরে বাজে পূজোর ঘন্টা ঢাকীরা ঢাক বাজায়।

মাটির ঘরে শান্তির ঠিকানা চাঁদের আলোক ঝরে,
মাটির পরশে সুখের ছোঁয়া হেথা চিত্ত ওঠে ভরে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৬

নেছার এ নিশান বলেছেন: ভালো লাগলো।।

২| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: এমন মাটির ঘরে থাকার অভিজ্ঞতা আমার অনেক আছে, সেই গ্রামগুলো সত্যিই স্বর্গীয়.......শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.