নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

রাঙা মাটির পথ চলেছে

২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০২



রাঙা মাটির পথ চলেছে
লক্ষ্মণ ভাণ্ডারী

রাঙা মাটির পথ চলেছে আমার গাঁয়ের পাশে,
দুধার ভরা ধান খেত আর চিল ওড়ে আকাশে।
বুড়ো শিবের গাজনতলায় গ্রাম সড়কের মোড়ে,
রোজ আসে যাত্রীবাহী বাস যাত্রীদল সব চড়ে।

আমার গাঁয়ে পথের বাঁকে গোরু বাছুর চরে,
মেঠো সুরে বাজে বাঁশি পরাণ পাগল করে।
মন মাতানো বাঁশির সুরে মেতে ওঠে প্রাণ,
একতারাতে মেঠো পথে গাইছে কেহ গান।

নদীর ঘাটে বটের গাছে পাখিরা বাঁধে বাসা,
কলসী কাঁখে বধূদের রোজ জল নিতে আসা
নদীর ঘাটে নৌকা বাঁধা নাইকো কূলে কেউ,
নদীর চরে কুকুরগুলো ডাক ছাড়ে ঘেউঘেউ।

নদী কিনারায় সূয্যি ডুবে যায় চাঁদ ওঠে আকাশে,
রাতের বেলায় জোছনার রাশি নদীর জলে হাসে।













মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: এখনো এমন গ্রাম অাছে???

পুরাতন দিনের কথা মনে পড়েগেলো

২| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২০

অতঃপর হৃদয় বলেছেন: গ্রাম আমার খুব প্রিয়। গ্রামের সবুজ প্রকৃতি ছাড়া একদম ভালো লাগেনা।

৩| ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

রিকতা মুখাজীর্র্ বলেছেন: অামাদের ভারতেওএইরকম গ্রাম আছেআমার ও গ্রাম খুব প্রিয়্ব

৪| ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

কাজী নায়ীম বলেছেন: অসাধারন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.