নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ভাইফোঁটা

০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০২




ভাইফোঁটা
লক্ষ্মণ ভাণ্ডারী


ভাইফোঁটা আজি তাই মহা ধূম-ধাম,
আনন্দেতে ভরে ওঠে সবাকার প্রাণ।
ভায়ের কপালে যদি বোন ফোঁটা দেয়,
কার সাধ্য তার ভায়ে যম কেড়ে নেয়।

ভাইফোঁটা উত্সব প্রতি ঘরে ঘরে,
নানাবিধ উপহারে, ঘর যায় ভরে।
সুগন্ধি চন্দন আর পুষ্পরাজি মালা,
ফল-মূল মিষ্ট দ্রব্যে পরিপূর্ণ থালা।

ঘরে ঘরে ধূম-ধাম নানা উপহার,
পুড়ে ধূপ জ্বলে দীপ, ভবন মাঝার।
ভায়ের কপালে ফোঁটা করয়ে প্রদান,
ফল-মূল, সুমিষ্টান্ন আর গুঁয়া পান।

বর্ষে বর্ষে ভাইফোঁটা, বিধিমতে হয়,
আয়ূ-বৃদ্ধি সুখ-লাভ, জানিহ নিশ্চয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.