নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমি বসে কবিতা লিখি

২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪



আমি বসে কবিতা লিখি
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পাশে অজয় নদীর সরু বালির চর,
গাঁয়ের শীতল তরুর ছায়ায় বেঁধেছি যে ঘর।
আসে ময়না চড়ুই পাখি আমার আঙিনায়,
আমি বসে কবিতা লিখি বাড়ির বারান্দায়।

গাঁয়ের পাশে অজয়নদী অবিরত বয়ে চলে,
ছোট মাছেরা করিছে খেলা নদীর স্বচ্ছজলে।
নদীর পারে গাছে গাছে পাখিরা গান গায়,
আমি বসে কবিতা লিখি বাড়ির বারান্দায়।

আমার গাঁয়ে পথের বাঁকে ফিঙেপাখি ওড়ে,
তাল খেজুর গাছ আছে গ্রাম সড়কের মোড়ে।
গাঁয়েরমাঝি সারাদিন নদীতে নৌকা চালায়,
আমি বসে কবিতা লিখি বাড়ির বারান্দায়।

গাঁয়ের পাশে অজয় নদী বয়ে চলে নিরন্তর,
গাঁয়ের শীতল তরুর ছায়ায় ছোট মাটির ঘর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর একটি চিত্র ফুটিয়ে তোলেছেন। কবিতায় ভাল লাগা রেখে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.