নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ছোট গাঁয়ে ছোট ঘর

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১



ছোট গাঁয়ে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী

ছোট গাঁয়ে ছোট ঘর, ছোট নদী আছে,
পূর্ব দিকে উঠে সূর্য পাখি ডাকে গাছে।
বিশাল সবুজ গাছ, পথের দু-ধারে,
তাল খেজুরের গাছ তালদিঘি পাড়ে।

রাঙা পথে উড়ে ধূলি, চলে গরু-গাড়ি,
দ্রুতবেগে রেলগাড়ি, চলে ডাক ছাড়ি।
গাঁয়ে ছোট জংশন, আছে চা-দোকান,
বিড়ি সিগারেট পাবে আর পাবে পান।

ছোট গাঁয়ে ছোট ঘর আছে ছোট দিঘি,
স্বচ্ছ জলে পড়ে রোদ করে ঝিকিমিকি।
দূরে পাহাড়ের চূড়ো, সুনীল আকাশ,
ধান খেতে চাষী ভাই, করে ধানচাষ।

ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ফুল ফোটে,
পাখি ডাকে বায়ু বহে, পূবে সূর্য ওঠে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছন্দে সুন্দর কবিতা। + +

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: ধন্যবাদ কবিবর। মন্তব্যে প্রীত হলাম।
প্রীতি ও শুভেচ্ছা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.