নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ভোরের পাখি গায় গান

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫



ভোরের পাখি গায় গান
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের রাঙা মাটির পথে, সবুজ গাছের সারি,
ছায়াঘেরা গাঁয়ে আছে ছোট ছোট মাটির বাড়ি।
বাঁশ ঝাড়ের বেড়ার ঝোঁপে মুরগী বেড়ায় চরে,
কুকুরগুলো থাকে শুয়ে রোজ রাঙা পথের পরে।

গাঁয়ের শেষে অজয় নদী বয়ে চলে আনমনে,
পথের বাঁকে পাখিরা ডাকে কাঁটাকুলের বনে।
ধানের খেতে চাষীরা সব সারাদিন ধান কাটে,
বেলা শেষে ঘরে ফিরে আসে সূর্য বসে পাটে।

পাখিরা সব ফিরে আসে নীড়ে নির্জন সন্ধ্যায়,
ছোট ছোট তারারা হাসে নীল আকাশের গায়।
নদীর জল চাঁদের কিরণে ঝিকিমিকি শুধু করে,
নির্জন ঘাটে রাতি কথা বলে অজয়ের বালুচরে।

অজয় নদী আপন খেয়ালে বয়ে চলে অবিরাম,
রাত কেটে ভোর হয় ভোরের পাখি গায় গান।













মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

টুনটুনি০৪ বলেছেন: আপনি দেখছি অনেক সুন্দর কবিতা লিখেন।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গ্রামবাংলার অপার সুন্দর্য্যের বর্ননা অনেক নিপুন ভাবে এঁকেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.