নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মাটি দিয়ে মাকে গড়ে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩



মাটি দিয়ে মাকে গড়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

মাটি দিয়ে মাকে গড়ে মানুযেরা মায়ের পূজা করে,
মাটির ঘরে মা যে কাঁদে, চোখে আসে জল ভরে।
মাটি মায়ের পূজা করে, আসল মাকে যায় ভূলে,
গর্ভধারিণী মা যে কাঁদে, ভাসে সে চোখের জলে।

মাটির প্রতিমা মাটিতে গড়া, দয়া নাই তার অন্তরে।
মাকে কাঁদিয়ে বল কি হবে মাটি মায়ের পূজা করে?
মাটির মা সেতো পাষাণ তারে পূজে পাবে না ফল,
আঁধার ঘরে মা যে কাঁদে, মায়ের চোখে আজ জল।

মাতৃ পূজা কর সবে, মাটির প্রতিমা সেতো মা নয়,
জন্মদাত্রী মা সে আসল মা, মা যে তোমার পরিচয়।
কেউ কাঁদে না তোমার দুঃখে, কাঁদে তোমারই মা,
সেই মায়ের অন্তরে তাই কেউ কভু দিও না যন্ত্রণা।

মায়ের পূজা আসল পূজা, যারা মায়ের পূজা করে,
মাতৃপূজা করলে পরে, সংসার খুশিতে যায় ভরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.