নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

পথের ধারে পান্থশালা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫



পথের ধারে পান্থশালা
লক্ষ্মণ ভাণ্ডারী
পথের ধারে পান্থশালা আসে যত পথিকের দল,
সবুজ গাছে পাখিরা ডাকে, করে কত কোলাহল।
পথের ধারে পান্থশালাতে শুধু ক্ষনিকের আশ্রয়,
আসে দলেদলে পথিক সকলে হেথা বিশ্রাম লয়।

পথের ধারে পান্থশালা আছে এক চায়ের দোকান,
দোকানের ধারে গাছের তলে কানাইদাস গায় গান।
পথের ধারে পান্থশালা দূরে বিশাল বটের ছায়ায়,
গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল বাঁশের বাঁশি বাজায়।

পথের ধারে পান্থশালায় কেহ আসে কেহবা যায়,
গ্রাম সীমানায় অজয়নদীতে রোজ মাঝি তরী বায়।
পথের ধারে পান্থশালায় কত পথিক লয় আশ্রয়,
হেরি দীর্ঘপথ তরুর ছায়ায় পান্থ হেথা ক্ষান্ত হয়।

পথের ধারে পান্থশালায় সারাটা দিন আসা-যাওয়া,
সাঁঝের বেলা জোনাকিরা জ্বলে, বহে উত্তরে হাওয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.