নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের পথে পুকুর পাড়ে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫



গাঁয়ের পথে পুকুর পাড়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পথে পুকুর পাড়ে
শালিক পাখিরা ওড়ে,
কুকুরগুলো ঝগড়া করে
গ্রাম সড়কের মোড়ে।

গাঁয়ের পথে পুকুর পাড়ে
হাঁসেরা থাকে বসে,
কালো ষাঁড়টা মাটির ওপর
শিংগুলোকে ঘষে।

গাঁয়ের পথে পুকুর পাড়ে
সারি সারি তাল গাছ,
পুকুরেতে জলের মাঝে
লাফায় কাতলা মাছ।

গাঁয়ের পথে পুকুর পাড়ে
বাবলা কাঁটার বন,
পুকুর পাড়ে কাপড় কাচে
গাঁয়ের ধোপাগণ।

কলসী কাঁখে নাইতে আসে
গাঁয়ের যত মেয়ে,
পানকৌড়িরা এসে ডুব দেয়
আমি দেখি চেয়ে।

পাড়ার ছেলে পুকুর ঘাটে
তেল মেখে চান করে,
গামছা বেয়ে কেউবা জলে
ছোট ছোট মাছ ধরে।

সাঁঝের বেলা আঁধার নামে
গাঁয়ের পথে পুকুর পাড়ে,
জোনাকিরা জ্বালায় আলো
পুকুর পাড়ে গাছের আড়ে।















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.