নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের পথে দুই ধারেতে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২




গাঁয়ের পথে দুই ধারেতে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পথের দুই ধারেতে বিশাল সবুজ মাঠ,
গ্রাম সীমানায় রাঙা পথ ধরে অজয়নদীর ঘাট।
গাঁয়ের মাঝি নৌকা চালায় সারাটা দিন ধরে,
গাঁয়ের প্রান্তে কাজল ডাঙায় গোরু-বাছুর চরে।

গাঁয়ের পথের দুই ধারেতে মাঠে সোনার ধান,
রাখালিয়া সুরে বাজে বাঁশি জুড়ায় মন ও প্রাণ।
শঙ্খচিল বেড়ায় ভেসে নীল আকাশের গায়ে,
রাঙা মাটির পথ চলেছে শ্মশানতলার বাঁয়ে।

গাঁয়ের পথের দুই ধারেতে খড়োচাল মাটির ঘর,
গ্রাম সীমানায় কাছে দেখা যায় অজয়ের বালুচর।
সোনার আলো ঝরিয়ে দিয়ে সূর্য অস্ত যায়,
সাঁঝের আঁধার নেমে আসে, নির্জন এই গাঁয়।

গাঁয়ের পথে দুই ধারেতে জোছনার আলো ঝরে,
চাঁদের আলো ঝরে পড়ে আমার কাঁচা মাটির ঘরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


গাঁয়ের অনেক কথা শুনছি, গাঁ আছে তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.