নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের শীতল তরুর ছায়ায়

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭



গাঁয়ের শীতল তরুর ছায়ায়
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের শীতল তরুর ছায়ায় ছোট ছোট মাটির ঘর,
সেই মাটির ঘরে সুখ শান্তি চির বিরাজে নিরন্তর।
গাঁয়ের সরু বাঁকা গলি পথে মুরগীরা সব ডাকে,
শালিকের ঝাঁক বেড়ায় উড়ে অজয় নদীর বাঁকে।

গাঁয়ের শীতল তরুর ছায়ায় শিশু সব বসে খেলে,
দূর আকাশে উড়ে যায় চিল তার দুটি পাখা মেলে।
সরু বালির চর দেখা যায় অজয়নদীর দুই কিনারে,
গোরু ছাগল চরে বেড়ায় বাঁশবাগানে বেড়ার ধারে।

গাঁয়ের শীতল তরুর ছায়ায় মেঠো সুরে বাঁশি বাজে,
মন মাতানো বাঁশির সুরে পুলক জাগে হৃদয় মাঝে।
শীতল জলে ছেলের দল শান বাঁধানো পুকুর ঘাটে,
স্নানের লাগি তেল মেখে গামছা পরে সাঁতার কাটে।

গাঁয়ের শীতল তরুর ছায়ায় কলসী কাঁখে বধূ আসে,
আপন বেগে অজয় নদী বয়ে চলে এ গাঁয়ের পাশে।

















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.