নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জ্বলে প্রদীপ সন্ধ্যা আসে

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩



জ্বলে প্রদীপ সন্ধ্যা আসে
লক্ষ্মণ ভাণ্ডারী

গ্রামছবি ভেসে ওঠে
আমার মানস-পটে,
সোনার রবি ওঠে পূব-গগনে,

বহে মৃদুমন্দ সমীরণ
আসে ধেয়ে অলিগণ
কুসুম কাননে মধু আহরণে।

ভোরে আমের শাখে,
নিত্য কোকিল ডাকে,
মানস উদাস হয় কুহুতানে,

বসিয়া তরুর শাখায়,
প্রভাত পাখিরা গায়
চিত্ত ভরে পাখিদের গানে।

নদীর ঘাটের কাছে
যাত্রীরা বসে আছে
ঘাট ভরে যাত্রী কোলাহলে,

মাঝি ভাই বৈঠা বেয়ে,
আনে তরী কূলে নিয়ে,
যাত্রীরা সব চড়ে দলে দলে।

নদীর ঘাটে পড়ে বেলা
সাঙ্গ হয় দিনের খেলা
সূর্য লুকায় অজয় নদীর তীরে,

জ্বলে প্রদীপ সন্ধ্যা আসে,
আঁধার নামে পথের পাশে
পাখিরা সব আপন নীড়ে ফিরে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ রাত ৯:৫১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিফ

২| ২৪ শে মে, ২০১৭ রাত ৯:৫১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

৩| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:১১

মোঃ মুসা ইসলাম বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.