নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয় নদী বয়ে চলে

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৭




অজয় নদী বয়ে চলে
লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদী বয়ে চলে আমার গাঁয়ের পাশে,
প্রভাতবেলায় পূব গগনে অরুণ রবি হাসে।
নদীর ঘাটে যাত্রীরা এলে গাঁয়ের মাঝিভাই,
গান গেয়ে মাঝি বৈঠা হাতে নৌকা চালায়।

নদীর চরে খেলা করে বন শালিকের ঝাঁক,
দূর আকাশে ভেসে আসে শঙ্খচিলের ডাক।
নদীরঘাটে পাড়ার ছেলে আসে গামছা পরে,
তেল মেখে চান করে তারা ফিরে যায় ঘরে।

বেলা পড়ে আসে নদীর ঘাটে সূর্য অস্ত যায়,
সাঁঝের আঁধার আসে নেমে নদীর কিনারায়।
জোনাকিরা জ্বলে গাছে নদীর ঘাটের কাছে,
নির্জন নদীর ঘাটে দেখি নৌকা বাঁধা আছে।

দূরে নদীর ঘাটে ঘাটে চাঁদের আলোক ঝরে,
জোছনারাতে জোনাকিরা কাঁদে অজয়ের চরে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: অপূর্ব।

অজয় নদী যেন কোন জেলায়?

২| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:২০

এডওয়ার্ড মায়া বলেছেন: মুগ্ধ কবিতা :)

৩| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৬

হাফিজ রাহমান বলেছেন: কবিতা যাই হোক; ছবিটা চমৎকার।

৪| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: কবিতায় প্রকৃতির যে চিত্রটা ফুটিয়ে তুলেছেন সেটা ভালো লেগেছে।

গ্রাম বাংলা আমার খুব প্রিয়।

শুভকামনা রইল।

৫| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে অজয় নদীর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.