নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাঝে গোয়ালা পুকুর

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৪




গাঁয়ের মাঝে গোয়ালা পুকুর
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাঝে গোয়ালা পুকুর কালো তার জল,
হাঁসগুলো রোজ সাঁতার কাটে পুকুরে অবিরল।
প্রভাতবেলা জেলেরা এসে প্রতিদিন ধরে মাছ,
পুকুরের পাড়ে সারি সারি তাল খেজুরের গাছ।

গাঁয়ের বধূ ঘাটে বসে বাসন মাজে বালি দিয়ে,
কলসিতে করে জল ভরে ঘরে যায় জল নিয়ে।
ধোপারা রোজ কাপড় কাচে গোয়ালা পুকুরঘাটে,
পাড়ার ছেলেরা গামছা পরে জলে সাঁতার কাটে।

গাঁয়ের মাঝে গোয়ালা পুকুর বিকাল বেলা হলে,
পড়ন্ত রোদ পড়ে এসে গোয়ালা পুকুরের জলে।
পুকুর পাড়ে বসে হাঁসগুলো পাখা দুটি ঝাপটায়,
দিনের শেষে পশ্চিমপানে অরুণ সূর্য অস্ত যায়।

পুকুর ঘাটে আঁধার নামে বাজে সানাইয়ের সুর,
নি্র্জনরাতে ঘুমায় একা গাঁয়ের গোয়ালা পুকুর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.