নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নিধি-রাম বাঁশুরে

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৭



নিধি-রাম বাঁশুরে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গাঁয়ে আছে এক নিধি-রাম বাঁশুরে,
বাঁশের বাঁশরী বাজায় নিত্য মধুর মিঠে সুরে।
চারিদিকে নামডাক, ভারি সুন্দর বাজায় বাঁশি,
যাত্রারদলে বাজিয়ে বাঁশি টাকা পায় সে বেশি।

সেদিন যখন নাটশালাতে হচ্ছিল পালা কীর্তন,
খোল করতাল বাজায় সবাই আনন্দেতে মগন।
এমন সময় বাঁশি হাতে এল সেথা নিধি-রাম,
বাঁশির সুরে ভুবন কাঁপে চলিছে কীর্তন-গান।

ধন্যি ধন্যি করে সবে বাঁশির সুরে পাগল মন,
মনের সুখে নিধি বাজায় বাঁশি করিয়া যতন।
খোল করতালি শব্দে যখন কান ঝালাপালা,
মধুর সুরে বাঁশি বাজে চিত্তে জাগায় দোলা।

মন মাতানো বাঁশির সুরে পরাণ পাগল করে,
ছন্দে ও গানে বাঁশির তানে চিত্ত ওঠে ভরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


নিধির জন্য শুভেচ্ছা।

আপনি গদ্যে লিখলে কেমন হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.