নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁ আমার হারিয়ে যায়

১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৯




গাঁ আমার হারিয়ে যায়
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁ আমার হারিয়ে যায় সবুজগাছের ছায়ায়,
কুলু কুলু রবে যেথা অজয় নদী বয়ে যায়।
প্রভাতপাখি গান গায় বসি শাখায় শাখায়,
ভাটিয়ালি গানের সুরে মনমাঝি বৈঠা বায়।

বোঝা মাথায় যাত্রীদল আসিছে নদীকূলে,
যাত্রী বোঝাই তরীখানি চলিছে হেলেদুলে।
নদীপাড়ের দুইধারে শোভা দেয় কাশফুলে,
গাঁয়ের রাখাল বাজায় বাঁশি বসি তরু-মূলে।

পূব আকাশে হাসিছে রবি সোনারোদ ঝরে,
শালিকপাখির ঝাঁক বসে অজয় নদীর চরে।
নদী ধারে মাঠে মাঠে চাষীরা সব চাষ করে,
নদী থেকে জল নিয়ে গাঁয়ের বধূ যায় ঘরে।

জ্বলে দীপ সন্ধ্যা হয় পাখিরা আসে নীড়ে,
গাঁ আমার হারিয়ে যায় অজয় নদীর তীরে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:০১

বাতি জ্বালি বলেছেন: ভাইয়ুমনিইইইইইইইইইইইইইইইইইই!!!!!!!!!!!!!!

পোস্ট পড়ে মরে গেসি!!!!!!!!!!!!!

অক্কা!!!!!!!!!!!!!

হায় হায় হায়!!!!!!!!!!!!!

২| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.