নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মাটিরঘরে বসতি আমার

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:০৯




মাটিরঘরে বসতি আমার
লক্ষ্মণ ভাণ্ডারী

মাটিরঘরে বসতি আমার
থাকি আমি ছোট গাঁয়ে,
সামনে দিয়ে বইছে নদী
রাঙামাটির পথের বাঁয়ে।

আমার গাঁয়ে তরুর ছায়ে
পান্থ বাজায় বাঁশের বাঁশি,
প্রভাতবেলা রবির কিরণে
কুসুম ফোটে রাশি রাশি।

গাছের ডালে পাখিরা ডাকে
শুনি আমি তা কান পেতে,
বনের টিয়া এসে শিস দেয়
পথের দুধারে ধান খেতে।

নদীর ঘাটের কাছে দেখি
আছে বিশাল এক বটগাছ,
নদীর চরে সাদা বক বসে
ধরে খায় ছোট পুঁটি মাছ।

বেলা দশটায় ছেলেরা যখন
গাঁয়ের পথে ইস্কুলেতে যায়,
একতারা হতে পথের বাউল
মিঠে সুরে বাউল গান গায়।

বেলা বারোটা বাজে যখন
রেলগাড়ি আসে ইস্টিশানে,
বোঝা মাথায় যাত্রীরা সবে
ছোটে তারা গাঁয়ের পানে।

পুকুর ঘাটে পাড়ার ছেলেরা
তেলমেখে রোজ স্নান করে,
সুতো দিয়ে বোনা জাল দিয়ে
জেলেরা প্রতিদিন মাছ ধরে।

আমার গাঁয়ে সাঁঝের বেলায়
মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজে,
প্রদীপ জ্বালায় গাঁয়ের নব-বধূ
তুলসীতলায় আঙিনার মাঝে।
















মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ রাত ৯:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতা গুলো দেশপ্রেম ভাণ্ডার হয়, তাই খুব বেশি ভালো লাগে আমার। পড়ে যাই নীরবে।
আজ জানিয়ে গেলাম অনেকদিন পরে।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২| ১৬ ই জুন, ২০১৭ রাত ৯:০৬

কাজী নায়ীম বলেছেন: “মাটিরঘরে বসতি আমার
থাকি আমি ছোট গাঁয়ে,
সামনে দিয়ে বইছে নদী
রাঙামাটির পথের বাঁয়ে।
” ----------------------------- ভাল লাগল বিশেস করে এই কয়েক লাইন। সুন্দর..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.