নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সবুজ গাছের ছায়ায় ঘেরা

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৫




সবুজ গাছের ছায়ায় ঘেরা
লক্ষ্মণ ভাণ্ডারী

সবুজ গাছের ছায়ায় ঘেরা
নয়নদিঘির শীতল জল,
দিঘির জলে মরাল ভাসে
সাঁতার কাটে অবিরল।

পানকৌড়ি ডুব দিয়ে যায়
মাছ-রাঙা ধরে মাছ,
দিঘির পাড়ে আছে দেখি
সারি সারি তালগাছ।

গাঁয়ের সবুজ ছায়ায় ঘেরা
ছোট ছোট মাটির ঘর,
উঠোনে সোনা রোদ ঝরে
শোভা অতি মনোহর।

রান্না ঘরের চালায় বসে
কালো এক দাঁড়কাক,
প্রতিদিন সকাল বেলায়
করে খুব হাঁকডাক।

দিঘির ঘাটে জোছনা রাশি
রাত্তিরে খেলা করে,
নয়ন দিঘির শীতল জলে
জোছনা পড়ে ঝরে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১০

বিজন রয় বলেছেন: সুন্দর! গ্রামীণ।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্য পড়ে ভাল লাগল।
আন্তরিক ভালবাসা রইলো।

২| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্য পড়ে ভাল লাগল।
আন্তরিক ভালবাসা রইলো।
ধন্যবাদ।

৩| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল।

৪| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম।
প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.