নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

কালো মেঘে ছেয়েছে আকাশ

২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১০



কালো মেঘে ছেয়েছে আকাশ
লক্ষ্মণ ভাণ্ডারী

টুপুর টাপুর বৃষ্টি ঝরিছে, দূরের আকাশ হতে,
অঝোর ধারায় বাদল ঝরে রাঙা মাটির পথে।
ওপারেতে বৃষ্টি নামে যায় না দেখা গাছপালা,
অজয়নদে বান ডেকেছে ভরে গেছে নদীনালা।

বাঁধের ওপরে ব্যাঙগুলো করে কত কোলাহল,
নদী বাঁধ ভেঙে গেছে সারা গাঁয়ে ঢোকে জল।
অজয়ের ঘাটে যাত্রীরা সব ওপারে যেতে চায়,
ওপার থেকে খেয়া মাঝি তরী আনে কিনারায়।

কালো মেঘে ছেয়েছে আকাশ, আঁধার চারিধার,
বিজুলি জ্বলিছে গগনে, ঘনমেঘ ছাড়িছে হুংকার।
মাঠ ঘাট খালবিল নদীনালা সবই জলে জলাময়,
ভেঙেছে নীড়, নীড়-হারা পাখিরা আজি নিরাশ্রয়।

আষাঢ়ে মেঘ ডাক দিয়েছে বাদলের ধারা ঝরে,
সারাদিন আজি অবিশ্রান্ত টুপুর টাপুর বৃষ্টি পড়ে।










মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


ছবির মহিলা কি আপনাদের গ্রামের?

২| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:২২

ধ্রুবক আলো বলেছেন: চাঁদগাজী ভাইয়ের কমেন্ট যতার্থ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.