নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আকাশের আঙিনায়

২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২১



আকাশের আঙিনায়
লক্ষ্মণ ভাণ্ডারী

আকাশের আঙিনায়
তারাদের ফুল ফোটে,
আম বাগানেতে রোজ
ধীরে ধীরে চাঁদ ওঠে।

জোছনার সাগরেতে
বসুন্ধরা ডুবে যায়,
দলেদলে মেঘে এসে
মুখ ঢাকে কুয়াশায়।

নিঝুম রাত্তিরে দেখি
চাঁদ শুধু জেগে রয়,
তারাদের কানে কানে
ফিসফিস কথা কয়।

জোছনা হারায়ে শেষে
চাঁদ মোছে নিজ আঁখি।
রাত কেটে ভোর হয়
গাছে গীত গায় পাখি,


তারাগুলি মিশে যায়
নীল আকাশের গায়,
সোনার কিরণে রবি
হাসে পূবে বসুধায়।







মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

অর্ক বলেছেন: চমৎকার কবিতা! অভিনন্দন।
দলেদলে মেঘে এসে
মনে হচ্ছে 'মেঘে' নয়, শুধু মেঘ হবে।

২২ শে জুন, ২০১৭ রাত ৮:০৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: ঠিক ধরেছেন।
ভুল ধরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞ।
প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আন্তরিক অভিনন্দন সহ।

২| ২২ শে জুন, ২০১৭ রাত ৮:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাণ্ডারী ভাই সবসময় কবিতা লেখেন সুন্দর করে দেশপ্রেম ফুটিয়ে তুলে। প্রাকৃতিক আর দেশরূপ আপনার কবিতায় সুন্দর উপস্থাপিত হয়। ভালো লাগে আমার কাছে, প্রায়ই নীরবে পড়ে যাই। আজ মুগ্ধতা জানিয়ে গেলাম।

শুভকামনা আপনার জন্য।

২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
প্রিয় পাঠককে শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল
সর্বদা, সতত ও নিরন্তর।
পবিত্রতম ঈদের অগ্রিম শুভেচ্ছা।
ঈদ মোবারক।

৩| ২৩ শে জুন, ২০১৭ রাত ১:১৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
প্রিয় পাঠককে শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সর্বদা, সতত ও নিরন্তর।

৪| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি ভাই প্রতি উত্তরের। অনেক ভালো লাগলো প্রতিউত্তর পেয়ে।

শুভকামনা আপনার জন্য সবসময়।

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা গ্রহণ করবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.