নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আষাঢ়ে ভরা নদী

২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:৩০




আষাঢ়ে ভরা নদী
লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গাঁয়ে আছে ছোট এক নদী,
বর্ষার প্লাবন জলে তটিনী হয় বেগবতী।
গাঁয়ের মাঝি নদীঘাটে যাত্রী পার করে,
নৌকায় রাখিয়া যাত্রী জোরে হাল ধরে।

বরষার জল নামে মাঠ ঘাট রাঙাপথে,
প্লাবনের ঘোলাজলে ওঠে নদী মেতে।
একূল ওকূল ভাঙে তটিনী ওঠে ফুলে,
বিশাল বিশাল তরু ভেঙে পড়ে কূলে।

পশ্চিমদিগন্তে আসে মেঘ কালো করে,
আষাঢ়ের বাদল ধারা অবিরাম ঝরে।
অশনি ভরা বিজুলি জ্বলে ক্ষণে ক্ষণে,
কাঁপিছে বসুধা আজি মেঘের গর্জনে।

আষাঢ়ে ভরা নদী কানায় কানায় বান,
ভেঙে পড়ে বাড়িঘর ভেসে যায় গ্রাম।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: চমৎকার।

২| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪১

ওমেরা বলেছেন: আচ্ছা ভাইয়া আপনি শুধু গ্রাম নদী এসব নিয়েই কবিতা লিখেন কেন । আমি তেমন একটা গ্রামে যাই নাই । শুধু গ্রাম না বাংলাদেশের ঢাকার বাহিরে যাই নাই ।

আপনার কবিতা গুলো আমি পড়ি তবে কমেন্ট করা হয় না ।

ধন্যবাদ ভাইয়া ।

৩| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কমেন্ট করলে উত্তর দেন না কেন?

৪| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

৫| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কবিতা।

৬| ২৭ শে জুন, ২০১৭ রাত ৮:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই অাপনিতো পল্লিকবি হয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.