নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

প্রভাতে অরুণ হাসে

২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৭




প্রভাতে অরুণ হাসে
লক্ষ্মণ ভাণ্ডারী


প্রভাতে অরুণ হাসে পাহাড়ের চূড়ে,
বিস্তীর্ণ সবুজ খেত সারা গ্রাম জুড়ে।

ছায়া সুশীতল ছোট আমাদের গ্রাম,
চতুর্দিকে দৃশ্য হেরি নয়নাভিরাম।

আমগাছ, জামগাছ তাল ও সুপারি,
কলা ও কাঁঠালগাছ, খেজুরের সারি।

আমাদের গাঁয়ে আছে পদ্মদিঘিঘাট,
গাঁয়ের দক্ষিণে কাঁকন-তলার মাঠ।

বাবলার গাছে এসে বসে বনটিয়া,
দেয় শিস বার বার হরষিত হিয়া।

খড়ের ছাউনি দিয়ে মাটির কুটির,
সদাসুখে করে বাস বাঁধি সুখনীড়

গাঁয়ের মানুষ সব থাকে মিলেমিশে,
সার্থক জীবন মোর গ্রাম ভালবেসে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৪

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৬

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লাগলো কবিতা +++++

৩| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৮

দিকভ্রান্ত এক পথিক বলেছেন: ভালো লিখেছেন হে কবি.. আমার লেখা পড়ার আমন্ত্রন জানিয়ে গেলাম :)

৪| ২৯ শে জুন, ২০১৭ রাত ১:৩১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.