নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয়ের খেয়াঘাটে

২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১



অজয়ের খেয়াঘাটে
লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের খেয়াঘাটে পড়ে আসে বেলা
যাত্রীদের হাট বসে লোকজন মেলা।
খেয়া ঘাটে খেয়া মাঝি তরীখানি বায়,
সাদা-কালো রাঙামেঘ আকাশের গায়।

পড়ন্ত বিকেলে সূর্য পশ্চিমেতে ঢলে,
পড়িছে অরুণ আভা অজয়ের জলে।
পাখিরা বাসায় ফেরে করে কোলাহল,
বধূরা কলসি কাঁখে নিয়ে যায় জল।

মন্দিরেতে ঘণ্টা বাজে ঢং ঢং করে,
সন্ধ্যাদীপ জ্বলে ওঠে প্রতি ঘরে ঘরে।
সাঁঝের সানাই বাজে দূরে কোন গাঁয়ে,
সহস্র তারকা ফোটে আকাশের গায়ে।

মাঝরাতে ওঠে চাঁদ জোছনা ছড়ায়,
জোছনা হারায়ে চাঁদ গগনে লুকায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

তপোবণ বলেছেন: ছন্দ গাঁথাটি সুন্দুর হয়েছে। ভালো লাগল।

২| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

আমি চির-দুরন্ত বলেছেন: স্যার, কবিতার পাশাপাশি গল্প লিখতে পারেন তো, চমত্কার কবিতা।

৩| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। নিটোল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.