নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটি

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০০



গাঁয়ের মাটি
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি
সোনা খাঁটি
মাটিতে ফলে সোনার ফসল,

গাঁয়ের মাটি
সবুজ খাঁটি
সবুজগাছে ফলে সুমিষ্ট ফল।

গাঁয়ের মাটি
বসত বাটী
এই গাঁয়ে আছে স্নেহের পরশ,

গাঁয়ের মাটি
বিশুদ্ধ খাঁটি
প্রাণভরে খাই তাল খেজুররস।

গাঁয়ের মাটি
স্নিগ্ধ খাঁটি
এ গাঁয়ের দিঘির শীতল জল,

গাঁয়ের মাটি
নিত্য খাঁটি
নিত্য ফোটে সোনার কমল।

গাঁয়ের মাটি
চির খাঁটি
গাঁয়ের চাষী লাঙল চালায়,

গাঁয়ের মাটি
পরিপাটি
রাখাল বাঁশের বাঁশি বাজায়।

গাঁয়ের মাটি
তপ্ত খাঁটি
তপ্ত রোদ ঝরে গগন তল,

গাঁয়ের মাটি
নির্মল খাঁটি
পথের দুধারে দূর্বা কোমল।

গাঁয়ের মাটি
পবিত্র খাঁটি
পবিত্রভূমি এই ধরণী তল,

গাঁয়ের মাটি
সুখের ঘাঁটি
নির্মল মুক্তবায়ু বয় অবরিল।

গাঁয়ের মাটি
পরম তৃপ্তি
এই গাঁ আমার, মাটি আমার,

গাঁয়ের মাটি
সুখের স্মৃতি
গাঁয়ে ফিরে যেন আসি আবার।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: অত্যন্ত ভাল হয়েছে।

গাঁয়ের মাটির সাথে যে আমার গভীর সম্পর্কে।

২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.