নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

রাখী বন্ধন

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৯



রাখী বন্ধন
লক্ষ্মণ ভাণ্ডারী

রাখী বন্ধনের দিন ভারি ধূম পড়ে,
ভগিনী বান্ধয়ে রাখী নিজ ভ্রাতা করে।
সুগন্ধি চন্দন ধূপ দীপমালা জ্বালে,
চন্দনের ফোঁটা দেয় ভ্রাতার কপালে।

মিষ্টান্ন পায়েস ক্ষীর সাজায়ে থালায়,
আমের পল্লব ঘট, প্রদীপ জ্বালায়।
ধান দূর্বা দেয় বোন মস্তকে ভ্রাতার,
চন্দনের ফোঁটা দেয় কপালে তাহার।

দীর্ঘায়ু কামনা করে আজিকার দিনে,
দরিদ্র হলেও বোন রাখী আনে কিনে।
দরিদ্র ভ্রাতার গৃহে অন্ন আজি নাই,
রাখীর দিনেতে শাড়ী কিনে দেয় ভাই।

বর্ষে বর্ষে রাখী আসে পবিত্র বন্ধন,
ভাই বোন উভয়েই হরষিত মন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.