নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটির ঘর

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১০



গাঁয়ের মাটির ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের ছোট মাটির ঘর,
গাঁয়ের কেউ নয়কো পর।
তারা মোদের আপনজন,
কাজে লাগায় সবাই মন।

গাঁয়ের চাষীরা চাষ করে,
সন্ধ্যাবেলায় ফেরে ঘরে।
তাঁতি বোনে গামছা শাড়ি,
কুমোর গড়ে মাটির হাঁড়ি।

অজয় নদীর বালির চরে,
শালিকপাখি খেলা করে।
খেয়ামাঝি নৌকা চালায়,
সারাদিন ধরে খেয়া বায়।

বক বসেছে পুকুর পাড়ে,
নাচে চড়ুই ঝোপে ঝাড়ে।
পথের পাশে কুকুরগুলো,
রাঙা পথে উড়ায় ধূলো।

বেলা যখন আসে পড়ে,
রোদ্দুর হাসে নদীর চরে।
সূর্য ডোবে দিনের শেষে,
দূরের ধুম্র পাহাড় ঘেঁষে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ ! বেশ লিখেছেন ।

২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

শরদিন্দু রূপক বলেছেন: ধুম্র পাহাড় ঘেঁষে মানে???

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.