নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ভারতবর্ষ আমার জন্মভূমি

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৪



ভারতবর্ষ আমার জন্মভূমি
ভারত আমার মহান দেশ,
ভারতবর্ষ হয়েছে স্বাধীন
ঘুচলো পরাধীনতার ক্লেশ।

অগ্নিশিশু সুভাষচন্দ্র বোস
নেতাজী নামে খ্যাত যিনি,
আজাদ বাহিনী গঠন করে
ভারত শৌর্য্য দেখান তিনি।

ত্যাগী বীর চিত্তরঞ্জন দাশ,
জাতিরজনক মহাত্মাগান্ধীজী,
স্বাধীনতার তরে সকলেই
জীবন দিতে হলেন রাজি।

বিনয় বাদল দিনেশ আর
স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম,
ফাঁসির মঞ্চে গেয়ে গেলেন
দেশের স্বাধীনতার জয়গান।

অনেক রক্ত ও অনেক অশ্রু
ঝরেছে ভারতের মাটিতে,
সংগ্রামীদের রক্ত ঝরেছে
মিশেছে গঙ্গার নদীতে।

ভারতবর্ষ হয়েছে স্বাধীন
আমরা তো নই পরাধীন,
স্মরণ করি আজকে তাদের
শোধ করতে সেই রক্তঋণ।

ভারতবর্ষ আমার স্বর্গভূমি
ভারত আমার দেশ মহান,
সোনারভারত গড়তে হবে
রাখতে হবে দেশের মান।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:


বর্ষায় পানি টানি কম ছাড়িয়েন

২| ১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বর্ষায় পানি টানি কম ছাড়িয়েন


আর প্রাপ্যটা মৌসুমে ছেড়ে দিয়েন....................

৩| ১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নার স্বাধীণতার চেতনা ও দেশপ্রেমে মুগ্ধ হয়েছি.......................ঠিক এমনটাই বুঝি কাশ্মীরবাসিরা অনুভব করে তাদের স্বাধীনতার জন্য।
স্বাধীনতা সবার জন্মগত মৌলিক অধিকার।সকল স্বাধীনতাকামীদের জন্যই শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.