নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয়নদীর ঘাটের কাছে

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১



অজয়নদীর ঘাটের কাছে
লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়নদীর ঘাটের কাছে
নৌকাখানি বাঁধা আছে,
পাখিরা গায় গাছে গাছে
পাখির গানে হৃদয় নাচে।

দুই পারে নদীর কিনারায়
কাশফুলের বন দেখা যায়,
চিল ওড়ে আকাশের গায়
আপনবেগে নদী বয়ে যায়।

নদীর ধারে মাঠে মাঠে
চাষীরা সব তরমুজ কাটে,
ধূলো ওড়ে পথে ঘাটে
নদীর ঘাটে বেলা কাটে।

পড়ন্তবিকেলে পড়ে বেলা
সাঙ্গ হয় দিনের খেলা,
নদীঘাটে আমি একেলা
নামে আঁধার সাঁঝেরবেলা।

গহন রাতে দুই প্রহরে
পেঁচারা সব কেঁদে মরে,
নদীর ঘাটে বালির চরে,
ফুটফুটে জোছনা ঝরে।









মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

পড়ন্তবিকেলে পড়ে বেলা
সাঙ্গ হয় দিনের খেলা,
নদীঘাটে আমি একেলা
নামে আঁধার সাঁঝেরবেলা।

সুন্দর।

২| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



শুনছি অজয় নদী, অজয় নদী! মাছ টাছ আছে নদীতে?

৩| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.