নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের পাশে বনের ধারে

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪



গাঁয়ের পাশে বনের ধারে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পাশে বনের ধারে
রাঙা মাটির পথে,
ধবল বলাকা আসে উড়ে
দূরের আকাশ হতে।

সবুজ ডাঙায় বেড়ায় চরে
গরু, মোষ ও ভেড়া,
পুকুর পাড়ে ডোবার কাছে
কাঁটা তারের বেড়া।

গাছের ছায়ায় করে খেলা
ছোট ছোট শিশুর দল,
কলসী কাঁখে বধূরা ঘাটে
আসে নিতে রোজ জল।

পুকুরপাড়ে বেড়ার ধারে
নদীর ঘাটের কাছে,
পুরানো ভাঙা শ্মশানকালীর
মন্দির এক আছে।

মন্দির পেরিয়ে শ্মশান ঘাট
গাঁয়ের পথের বাঁকে,
নিশুতি রাতে মৃতের দেহ
চিতায় জ্বলতে থাকে।

তারারা জ্বলে আকাশের গায়
চাঁদের আলোক হাসে
পূবআকাশ লাল হয়ে শেষে
নতুন সকাল আসে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ছবি ও ছন্দে ভালোলাগা

৩| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: খুব সুন্দর

৪| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.