নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটিতে জন্ম আমার

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯



গাঁয়ের মাটিতে জন্ম আমার
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে জন্ম আমার থাকি মাটির ঘরে,
হেথা পাই সুখশান্তি আর খুশিতে জীবন ভরে।
গাঁ ভালবাসি আমি গাঁয়ের মাটি যে আমার মা,
গাছের ছায়া মাটির মায়া,আমি ভুলতে পারিনা।

গাঁয়ের পাশে সবুজ ডাঙায় গরু-বাছুর সব চরে,
মিঠে সুরে বাঁশের বাঁশি বাজে চিত্ত ওঠে ভরে।
ভোরের হাওয়া ধানের খেতে খেলে যায় ঢেউ,
আমি শুধু চেয়ে থাকি আর সেথা থাকেনা কেউ।

গাঁয়ের মাটিতে জন্ম আমার, থাকি মাটির ঘরে,
গাঁয়ের মা মাটি, মানুষ আর মাকে মনে পড়ে।
এই গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল ধান,
গাঁ আমার, মাটি আমার, মাকে জানাই প্রণাম।

গাঁয়ের মাটি স্বর্গভূমি, তীর্থভূমি মা যে আমার,
এই গাঁয়েতে যেন আমি ফিরে আসি বারবার।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার কবিতা।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

আবু আফিয়া বলেছেন: গবিতাটি পড়ে নিজ গাঁয়ের কথা একটু বেশিই যেন মনে পড়ছে। কবিকে ধন্যবাদ জানাই।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪

জুনিয়ার ব্লগার বলেছেন: সুন্দর কবিতা +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.