নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

শারদ পূর্ণিমা তিথি

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩০



শারদ পূর্ণিমা তিথি
লক্ষ্মণ ভাণ্ডারী

শারদ পূর্ণিমা তিথি শাস্ত্র মতে কয়,
কোজাগরী লক্ষ্মীপূজা বিধিমতে হয়।
সুগন্ধি চন্দন ধূপ প্রদীপ জ্বালায়,
আমের পল্লব এক ঘটেতে সাজায়।

ঘটে দেয় ধান্য দূর্বা আর ফুলমালা,
ফলমূল মিষ্টি দ্রব্য প্রসাদের থালা।
চারিভিতে আলপনা যতেক প্রকার,
ঘৃত মধু গঙ্গা জল নানা উপাচার।

শুদ্ধ চিত্তে এঁয়োগণ বসিয়া আসনে,
বিধিমতে লক্ষ্মীপূজা করে একমনে।
শুদ্ধ বস্ত্র পরিধানা যতেক রমণী,
দেয় সবে উলুধ্বনি আর শঙ্খধ্বনি।

এসো মাগো মহালক্ষ্মী আমাদের ঘরে,
আমাদের ঘরে থাকো চিরদিন তরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পুংক্তিমালা চমৎকার।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮

মাকার মাহিতা বলেছেন: চমৎকার কাব্য-কথামালা...!!!

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১০

মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: খুব সুন্দর ছবিটা। এটা কী আপনাদের বাড়ির????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.