নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাঝে তালদিঘি

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮



গাঁয়ের মাঝে তালদিঘি
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাঝে তালদিঘি আছে শীতল তার জল,
দিঘির জলে শালুক ফোটে, ফোটে নীল কমল।
সোনার রবি ছড়ায় কিরণ দিঘির সুশীতল জলে,
পানকৌড়িরা ডুব দেয় এসে রোজ সকাল হলে।

দিঘির পাড়ে রাস্তার ধারে আছে প্রকাণ্ড বটগাছ,
গাছের তলে ভালুকওয়ালা দেখায় ভালুক নাচ।
বাবুপাড়ার ওই স্কুলেতে যেই ঘণ্টা বেজে উঠে,
বইখাতা নিয়ে পাড়ার ছেলেরা স্কুলে যায় ছুটে।

বেলা চারটে বাজলে পরে স্কুলে ছুটির ঘণ্টা হয়,
যেতে হবে যে মায়ের কাছে আর দেরি না সয়।
পশ্চিমেতে সূর্যটা রোজ ডুবে যায় দিনের শেষে,
আলোক লুকায় বনের ধারে নীল পাহাড় ঘেঁষে।

তালদিঘিতে আঁধার নামে জোনাকিরা সব জ্বলে,
একটু পরেই চাঁদের আলো ছড়িয়ে পড়ে জলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.