নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

চাঁদের আলো পড়ে ঝরে

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯



চাঁদের আলো পড়ে ঝরে
লক্ষ্মণ ভাণ্ডারী

আকাশ জুড়ে তারার মেলা চাঁদ উঠেছে হেসে,
চাঁদের আলো পড়ে ঝরে মোর আঙিনায় এসে।
জোছনা হাসে বাঁশ বাগানে নয়ন দিঘির ঘাটে,
পথের ধারে জোছনা হাসে চণ্ডী তলার মাঠে।

কাঠের নৌকা আছে বাঁধা অজয় নদীর চরে,
নদীর জলে জোছনা খেলে সারাটি রাত ধরে।
গভীররাতে চাঁদ লুকোয় দূরআকাশের কোণে,
তন্দ্রাহারা পৃথিবীটা তাই কল্পনার জাল বোনে।

মহুলের বনে মহুল গাছে, পেঁচারা ওঠে ডেকে,
শেয়ালেরা ডেকে ওঠে মাঝরাতে থেকে থেকে।
নদীর কাছে শ্মশান ঘাটে জ্বলিছে মৃতের দেহ,
আত্মীয়স্বজন চলে গেছে, কাছে নাই তার কেহ।

রাতি কেটে পূবাকাশে ভোরের আলোক ফোটে,
নিশা অবসানে অরুণ কিরণে সোনালী সূর্য ওঠে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে।

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: অদ্ভুত ভালো হয়েছে।
বেশ উপভোগ্য।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা!

৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

তপোবণ বলেছেন: সুন্দর কবিতা।


"নদীর কাছে শ্মশান ঘাটে জ্বলিছে মৃতের দেহ,
আত্মীয়স্বজন চলে গেছে, কাছে নাই তার কেহ।"

৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০১

মলাসইলমুইনা বলেছেন: খুব ভালো লাগলো | নিচের চারটি লাইন পড়ে-

"কাঠের নৌকা আছে বাঁধা অজয় নদীর চরে,
নদীর জলে জোছনা খেলে সারাটি রাত ধরে।
গভীররাতে চাঁদ লুকোয় দূরআকাশের কোণে,
তন্দ্রাহারা পৃথিবীটা তাই কল্পনার জাল বোনে।"

উদাস আর অবশ হলো মনে হয় মনটা | ভালো কথা, এই উদাস নামের "অজয় নদীটা" কোথায় ?

৬| ০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৪

শাহানাজ সুলতানা বলেছেন: খুব সুন্দর
দাদা আমার পাতায় আপনাকে আমন্ত্রণ । সময় করে ঘুরে আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.