নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমাদের গাঁয়ে

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫




আমাদের গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গাঁয়ে আছে ছোট ছোট বাড়ি,
দূরেতে অজয় নদী ঢালু তার পাড়ি।
প্রভাতে সোনার রবি উদিত গগনে,
মানস উদাস হয় পক্ষীর কূজনে।

আমাদের আঙিনায় সোনা রোদ হাসে,
নাচিছে চড়ুই পাখি আঙিনার ঘাসে।
আঙিনায় ছোট শিশু কাঁদিছে পড়িয়া,
কোলে তারে তুলে নেয় জননী আসিয়া।

বেলা যেই আসে পড়ে পদ্ম দিঘি ঘাটে,
ছেলেরা কাবাডি খেলে ঘোষপাড়া মাঠে।
পাখিরা বাসায় ফেরে নামে অন্ধকার,
গাঁয়েতে আঁধার নামে পথে চারিধার।

পূর্ণিমার চাঁদ ওঠে জোছনা ছড়ায়,
পথেঘাটে অন্ধকার সব মুছে যায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

অবনি মণি বলেছেন: খারাপ না!! ভালো লেগেছে।চলুক!"

২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দ কবিতা।

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.