নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আকাশের পূবকোণে

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮



আকাশের পূবকোণে
লক্ষ্মণ ভাণ্ডারী

আকাশের পূবকোণে লাল সূর্য হাসে,
নিশির শিশির পড়ে আঙিনার ঘাসে।
নীড়ে নীড়ে পাখি সব করিছে কূজন,
বিহগের কলতানে ভরে ওঠে মন।

আঙিনায় বাঁধা গাভী বাছুরীটি তার,
কভু করে দুগ্ধ পান ছুটে চারিধার।
আঙিনায় বসি শিশু গুড়-মুড়ি খায়,
সোনাঝরা রোদ হাসে খোলা বারান্দায়।

বধূরা কলসী কাঁখে চলে নদী ঘাটে,
দুধারেতে মাঠে মাঠে চাষী ধান কাটে।
দূর আকাশের গায় চিল উড়ে চলে,
পাল তুলে তরী ভাসে অজয়ের জলে।

সকাল গড়িয়ে আসে অলস দুপুর,
রাখাল বাজায় বাঁশি ভেসে আসে সুর।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৪

মোঃ রাশেদুল ইসলাম বাদল বলেছেন: বাহঃ
গ্রামের চিরচারিত প্রকৃতি দারুন ভাবে তুলে ধরলের কবি।
এযে আমার গ্রামে আঁকা ছবি।

২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

দীপঙ্কর বেরা বলেছেন: খুব সুন্দর

আমিও এভাবে লেখার চেষ্টা করি। কিন্তু প্রথম পাতায় লেখা আসে না তাই এখানে লিখি না। অন্য জায়গায় লেখা দিই। এছাড়া আর উপায় কি?

৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

মো: নিজাম গাজী বলেছেন: বাহ বাহ মধুর একটি ছড়া পাঠ করলাম। শুভকামনা কবি।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.