নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নদীতটে পড়ে বেলা

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮



নদীতটে পড়ে বেলা
লক্ষ্মণ ভাণ্ডারী

নদীতটে পড়ে বেলা খেয়া ঘাটে মাঝি,
শেষখেয়া বেয়ে ঘাটে তরী আনে আজি।
দিগন্তে সূর্য লুকায় পশ্চিমের পানে,
পাখিরা বাসায় ফেরে দিবা অবসানে।

মাঠ থেকে আসে ফিরে কিষাণের দল,
গাছে গাছে পাখি সব করে কোলাহল।
রাঙা পথে ধূলো ওড়ে গোধূলি বেলায়,
সাঁঝের সানাই বাজে দূরে কোন গাঁয়।

মন্দিরে কাঁসর বাজে শুনি কান পেতে,
সাঁঝের আঁধার নামে আমার গাঁয়েতে।
একে একে তারা ফুটে আকাশের গায়,
পূর্ণিমার চাঁদ উঠে, জোছনা ছড়ায়।

চাঁদতারা হাসে গায় সারারাত ধরে,
জোছনার লুকোচুরি , অজয়ের চরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.