নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

কবিতার পাতায় বিদ্রোহ

১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫



কবিতার পাতায় বিদ্রোহ
লক্ষ্মণ ভাণ্ডারী

মানুষে মানুষে হানাহানি আজ মেতেছে জিঘাংসায়,
মানুষের দুঃখে কাঁদেনা মানুষ, জ্বলে পুড়ে হিংসায়।
মানুষে মানুষে খুনোখুনি আজ, দিকে দিকে সন্ত্রাস,
দেশজুড়ে নামে কালোছায়া কাঁদিছে আকাশ বাতাস।

কবিতার পাতায় বিদ্রোহ তাই বিদ্রোহের আগুন জ্বলে,
অশান্ত লেখনী বিদ্রোহী হয়ে সে কবিতায় কথা বলে।

মানুষ খেলিছে রক্তের হোলি, হত্যা রক্ত ও আর্তনাদ,
সারা দেশ জুড়ে মরণের খেলা, রচিছে মরণের ফাঁদ।
মানুষে মানুষে রক্তারক্তি আজ, রক্তরঞ্জিত ধরণীর ধূলি,
মানুষ মেতেছে হত্যালীলায়, করে মৃত্যরে কোলাকুলি।

কবিতার পাতায় বিদ্রোহ তাই বিদ্রোহের আগুন জ্বলে,
অশান্ত লেখনী বিদ্রোহী হয়ে সে কবিতায় কথা বলে।

মানুষে মানুষে বিদ্রোহ আজ, বিদ্রোহ তাই দিকে দিকে,
পূরব গগনে হাসিছে অরূণ-রবি লাল তাজা-খুন মেখে।
মানুষে মানুষে শত্রুতা আজ, ওই শুনি কার আর্তনাদ?
মানুষেই কাটে মানুষের মস্তক, মানুষ যে আজ জহ্লাদ।

কবিতার পাতায় বিদ্রোহ তাই বিদ্রোহের আগুন জ্বলে,
অশান্ত লেখনী বিদ্রোহী হয়ে সে কবিতায় কথা বলে।

********

সহৃদয় কবি ও পাঠকের অনুরোধে কবিতার ছবি পরিবর্তন করলাম।
আশা করি পাঠক ও কবিগণ এতে সন্তোষ প্রকাশ করবেন।
মতামতের প্রতীক্ষায় রইলাম।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!!





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ। শুভ দীপাবলির অগ্রিম
প্রীতি ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: ভাই লক্ষণ ভান্ডারী, আপনার কবিতা সুন্দর হয়েছে তবে কবিতার সাথে এরকম ভয়ঙ্কর রক্তাক্ত ন্যাচারাল ছবি দেয়া ঠিক হয় নাই, ছবিটি পরিবর্তন করে অন্য ছবি দেন।

১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সহৃদয় কবি ও পাঠকের অনুরোধে কবিতার ছবি পরিবর্তন করলাম।
আশা করি পাঠক ও কবিগণ এতে সন্তোষ প্রকাশ করবেন।
মতামতের প্রতীক্ষায় রইলাম।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: প্রামানিক ভাইয়ের সাথে আমিও একমত। তবে কবিতা ভালো ছিল।

১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সহৃদয় কবি ও পাঠকের অনুরোধে কবিতার ছবি পরিবর্তন করলাম।
আশা করি পাঠক ও কবিগণ এতে সন্তোষ প্রকাশ করবেন।
মতামতের প্রতীক্ষায় রইলাম।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার রূচিতে ভয়ংকর সমস্যা রয়েছে। ছবি দেখেই লেখার রুচি চলে গেল! আপনার দুটো লেখা প্রিয়তে ছিল। সেগুলো হয়ত আর রইছে না!

১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: সহৃদয় কবি ও পাঠকের অনুরোধে কবিতার ছবি পরিবর্তন করলাম।
আশা করি পাঠক ও কবিগণ এতে সন্তোষ প্রকাশ করবেন।
মতামতের প্রতীক্ষায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.